অফিসের নামঃ জেলা বীজ প্র্রত্যয়ন অফিসারের কাযালয়, বিজ প্রত্যয়ন এজেন্সী , শরীয়তপুর।
অফিস পরিচিতিঃ জেলা বীজ প্র্র্রত্যয়ন এজেন্সী ,গনপজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রনালয়ের অধীন বীজ উইং এর আওতাধীন একটি জেলা পর্যায়ের অফিস। ১৩ ডিসেম্বর ২০১৫ খ্রিঃ কৃষিস্মপ্রসারন অধিদপ্তর পূর্নঃগঠন (রিভিজিট) এর ফলে শরীয়তপুর জেলায় নতুন অফিস স্থাপিত হয়। বি সিএস কৃষি ক্যাডারের ৩ জন কর্মকর্তা ও ৩ জন কর্মচারী স্মনয়ে এ অফিস পরিচালিত হয়। শরীয়তপুর জেলায় সরকারি (বিএডিসি) ও বেসরকারি প্রতিষ্ঠান কতৃক উৎপাদিত (ধান,পাট, গম ও আলু) বীজের মাঠমান ও বীজমান নিয়ন্ত্রন পূর্বক প্রত্যয়নপত্র প্রদান ও বিজের মার্কেট মনিটারিং করাই এই দপ্তরের মূল কাজ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস