সিটিজেন চার্টারঃ
ক) ঘোষিত ফসল ((ধান, গম, পাট, আলু, আখ, মেস্তা কেনাফ) মানস্মপন্ন বীজ উৎপাদনের লক্ষ্যে বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের বীজ মাঠ পরিদশন, মাঠমান ও বীজমান নিধারন পূর্বক ট্যাগ কাড সরবরাহ করা।
খ) বীজের গুনগতমান নিয়ন্ত্রন ও নিশ্চিতকরনের লক্ষ্যে বীজ ডিলার দোকান পরিদশন করা;
গ) বীজ মাকেট মনিটারিং এবং বীজ়ের নমুনা সংগ্রহ পূবক পরিক্ষার জন্য কেন্দ্রীয় পরিক্ষাগারে প্রেরন।
ঘ) নকল, ভেজাল ও নিম্নমানের বীজ বাজারজাতকরন প্রতিরোধে বীজ আঈন প্রতিপালন।
ঙ) গবেষণাগার কতৃক ফসলের নতুন জাত অবমুক্ত করনে যাচাই এ অংশ গ্রহন করা।
চ) মানসম্পন্ন বীজ উৎপাদন ও ব্যবহার বিষয়ে কৃষকদের সচেতনাতা বৃদ্ধি কল্পে প্রশিক্ষন প্রদান করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস