কি সেবা কিভাবে পাবেনঃ কৃষক পর্যায়ে মানসম্পন্ন বীজ সরবরাহ নিশ্চিত করনের লক্ষ্যে বীজ উৎপাদকগনের আবেদনের প্রেক্ষিতে বীজ মাঠ পরিদশন, পরামর্শ প্রদান, মুল্যায়ন, বিজের নমুনা সংগ্রহ ও বিশেস্নষনের জন্য জাতীয় গবেষনাগারে প্রেরন পূর্বক সনেত্মাষজনক ফলাফলের ভিত্তিতে বিজের প্রত্যয়নপত্র প্রদান করা হয়। এবং বীজের মান নিয়ন্ত্রনে মার্কেট মনিটারিং করা হয়।
সেবার ধাপ সমূহঃ বীজ উৎপাদক কতৃক আবেদনপত্র দাখিল –বীজ মাঠ পরিদর্শন ও বীজের উৎস যাচাই - / বর্জন ও মাঠমান প্রত্যয়নপত্র প্রদান - বীজের নমুনা সংগ্রহ ও কেন্দ্রীয় গবেষনাগারে প্রেরন – প্রাপ্ত সনেত্মাষজনক ফলাফলের ভিত্তিতে ট্যাগ কার্ড প্রদান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস